[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাঙামাটিতে ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া যাচ্ছে না, ক্যাবল পুড়ে যাওয়ার দাবি

প্রকাশঃ
অ+ অ-

ইন্টারনেটের তার | প্রতীকী ছবি

প্রতিনিধি রাঙামাটি: রাঙামাটি শহরে শুক্রবার সকাল থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না। ব্রডব্যান্ড ইন্টারনেট না থাকলেও বিভিন্ন মোবাইল অপারেটরের নেটওয়ার্ক স্বাভাবিক রয়েছে। দাবি করা হচ্ছে, সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় ফাইবার অপটিকের ক্যাবল পুড়ে যাওয়ায় সেবা বন্ধ রয়েছে।

ইন্টারনেট ব্যবহারকারী মো. সাহাবুদ্দিন বলেন, ‘ওয়াইফাইয়ের ওপর ভিত্তি করে পরিবারের সবাই ইন্টারনেট চালায়। নেট বন্ধ থাকায় শহরে কী হচ্ছে কিছুই জানতে পারছি না।’

ইয়েস নেটের পরিচালক মো. শাহীন বলেন, ‘সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ফাইবার অপটিকের ক্যাবল পুড়ে যায় এবং ইন্টারনেট সেবা ব্যাহত হয়। নেট দ্রুত চালুর চেষ্টা করা হচ্ছে।’

সহিংস পরিস্থিতি এড়াতে দুপুর একটা থেকে রাঙামাটি পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এতে শহরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাভিত্তিক পাহাড়া বসিয়ে নিজেদের সতর্ক ও নিরাপদ রাখার চেষ্টা চালাচ্ছে স্থানীয়রা। শহরে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা।

রাঙামাটির জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান জানিয়েছেন, ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে। তিনি সকলকে শান্ত থাকার আহ্বান জানান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন