[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

৪ ঘণ্টা বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

প্রকাশঃ
অ+ অ-

ইন্টারনেট | প্রতীকী ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইডথ সেবা আজ শনিবার রাত থেকে চার ঘণ্টা বন্ধ থাকবে। কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেব্‌ল সিস্টেমে ‘লাইটনিং ফিল্টার’ স্থাপনের জন্য এই সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

এ সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে সাবমেরিন কেব্‌লের সার্কিটগুলো সচল থাকবে। রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ শনিবার দিবাগত রাত ২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

গত শুক্রবার বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রক্ষণাবেক্ষণ কাজের সময় গ্রাহকেরা ধীরগতির ইন্টারনেট সংযোগ পেতে পারেন। সাময়িক এই অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন