[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সিরাজগঞ্জে সাবেক এমপি আজিজসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশঃ
অ+ অ-

মামলা | প্রতীকী ছবি

প্রতিনিধি রায়গঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. আবদুল আজিজসহ ৯৯ নেতা-কর্মীকে আসামি করে একটি মামলা হয়েছে। গতকাল বুধবার তাড়াশ থানায় এ মামলা করেন বারুহাঁস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান। এতে অজ্ঞাতপরিচয় ৩০০ জনকে আসামি করা হয়েছে।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নেতা ও সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল মান্নান তালুকদারের প্রচারের সময় তাঁর গাড়িবহরে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে এ মামলা করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ১২ ডিসেম্বর বারুহাঁস ইউনিয়নের বিনোদপুর বাজারে নির্বাচনী পথসভায় অংশ নিতে যান প্রার্থী আবদুল মান্নান তালুকদার। এ সময় আওয়ামী লীগ নেতা আবদুল আজিজের নির্দেশে অন্য আসামিরা সশস্ত্র হামলা চালিয়ে মান্নান তালুকদারের গাড়ি ভাঙচুর করে। সেই সঙ্গে নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণও ঘটায়। ওই সময় পুলিশ ও দলীয় নেতা-কর্মীরা মানবঢাল তৈরি করে মান্নান তালুকদারের জীবন রক্ষা করেন। এ হামলায় বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হয়েছিলেন।

মামলার বিষয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. আবদুল আজিজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। অন্যদিকে এ মামলার অন্য আসামিরা আগের (বৈষম্যবিরোধী ছাত্র-জনতার করা) দুটি মামলায় পলাতক।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন