[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

অন্তর্বর্তী সরকার আবেগে দুয়েকটা কাজ করে ফেলছে, ভেঙে বলতে চাচ্ছি না: জামায়াত আমির

প্রকাশঃ
অ+ অ-

চুয়াডাঙ্গায় সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি চুয়াডাঙ্গা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আবেগের বশে কোনো অন্তর্বর্তীকালীন সরকার যেন জাতির প্রত্যাশার বাইরে কিছু না করে। তাদের উচিত হবে জাতির চেতনাকে ধারণ করা এবং ’২৪ বিপ্লবের চেতনাকে সম্মান করা। তবে আবেগের বশে কিছু ভুল সিদ্ধান্ত হচ্ছে—এটি কোনোভাবেই সমীচীন নয়। কী হচ্ছে তা খোলাসা করতে চাই না।’

শনিবার সকালে চুয়াডাঙ্গার একটি হোটেলে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ভারত প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত নিয়ে বিশেষ কিছু বলার নেই। যেমন ভারত একটি দেশ, আমরাও একটি স্বাধীন রাষ্ট্র। আমাদের অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রও রয়েছে। আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক বজায় রেখে এগিয়ে যেতে চাই।’

দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘বিভক্তি নয়, ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শক্তির উৎস।’

নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যৌক্তিক সময়ের আলোচনায় আমরা হাটে হাড়ি ভাঙবো না, তবে অযথা দেরি করবো না।’

চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার দায়িত্বশীল সম্মেলনে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।

এছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আবুল হাশেম, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির আজিজুর রহমান, মেহেরপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি আসাদুজ্জামান, মেহেরপুর জেলা সেক্রেটারি ইকবাল হোসাইন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক মালিক, সহ-সেক্রেটারি আব্দুল কাদের এবং ইসলামী ছাত্র শিবিরের চুয়াডাঙ্গা জেলার সভাপতি হাফেজ মোহসিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন