[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তদন্ত নয়, তথ্যানুসন্ধানের প্রক্রিয়া চূড়ান্ত করতে ঢাকায় এসেছে জাতিসংঘের প্রতিনিধিদল

প্রকাশঃ
অ+ অ-

তথ্যানুসন্ধান মিশন কীভাবে কাজ করবে, তা নিয়ে আলোচনা করতে আজ বুধবার ঢাকায় এসেছে জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধিদল | ছবি: পদ্মা ট্রিবিউন

কূটনৈতিক প্রতিবেদক: কোটা সংস্কার ও পরে সরকার পতনের আন্দোলনকে ঘিরে সংঘর্ষে চরম মানবাধিকার লঙ্ঘনে তথ্যানুসন্ধানের প্রক্রিয়ায় জাতিসংঘ যুক্ত হচ্ছে। তথ্যানুসন্ধান মিশন কীভাবে কাজ করবে, তা নিয়ে আলোচনা করতে বুধবার ঢাকায় এসেছে জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধিদল।

আজ সকালে প্রতিনিধিদলটি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেছে। আলোচনার পর প্রতিনিধিদলের নেতা রুরি ম্যানগোভেন বলেন, ‘আমাদের দপ্তর কীভাবে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে পারে, সেটির বিষয়ে প্রাথমিক ও প্রাক্‌-অনুসন্ধান আলোচনা করেছি।

আমাদের দলটি প্রাক্‌-অনুসন্ধানী একটি ছোট দল। সরকার ও বাংলাদেশের জনগণকে এই ঐতিহাসিক সময়ে কীভাবে সহায়তা করতে পারি, সেটি নিয়ে প্রাথমিক আলোচনা করতে আমরা এসেছি।’

পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশের জনগণ, বিশেষ করে তরুণেরা গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় যে সাহস ও অঙ্গীকার দেখিয়েছেন, সেটিতে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক কমিশনার ফলকার টুর্ক অনুপ্রাণিত হয়েছেন। এ প্রেক্ষাপটে তাঁর কার্যালয় অন্তর্বর্তীকালীন সরকার, নাগরিক সমাজ ও বাংলাদেশের জনগণকে যেকোনো ধরনের সহায়তা করতে রাজি আছে।

রুরি ম্যানগোভেন বলেন, ‘এ সপ্তাহে আমাদের যে দলটি বাংলাদেশ সফর করছে, সেটি তদন্ত দল নয়; এটা প্রাক্‌–তথ্যানুসন্ধান দল। আমরা অন্তর্বতী সরকার, উপদেষ্টা, কয়েকটি মন্ত্রণালয় ও নাগরিক সমাজের সঙ্গে কথা বলে আপনাদের অগ্রাধিকার এই চাহিদা সম্পর্কে জানব এবং হাইকমিশনারের দপ্তর কীভাবে সহায়তা করতে পারে, সেটি বুঝব। আমরা অবশ্যই তথ্যানুসন্ধানের বিষয় নিয়ে আলোচনা করব। এর প্রক্রিয়া, এটি কীভাবে জাতীয় তদন্তপ্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে, এগুলো নিয়ে আলোচনা করব। এটি কীভাবে হবে, এ মুহূর্তে বলতে পারছি না।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন