[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শহীদ মিনারে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা

প্রকাশঃ
অ+ অ-

সমাবেশের আগে শহীদ মিনারে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। আজ শনিবার দুপুর দেড়টায় তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। আজ শনিবার বেলা তিনটায় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ হবে। এর দেড় ঘণ্টা আগে বেলা দেড়টা থেকেই আন্দোলনকারীরা শহীদ মিনারে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন।

সরেজমিনে দেখা যায়, ঢাকার বিভিন্ন এলাকা থেকে আন্দোলনকারীরা শহীদ মিনারে আসতে শুরু করেন। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষও এই কর্মসূচিতে আসছেন। তাঁরা শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন।

যাত্রাবাড়ীর একটি কলেজের শিক্ষক মাহবুবুর রহমান ঘণ্টাখানেক আগেই শহীদ মিনারে চলে এসেছেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের নয় দফা দাবি মেনে নিলেও সরকার কয়েক দিন পর আবার দমন নিপীড়ন শুরু করবে। তাদের একটার পর একটা ভুল সিদ্ধান্তের কারণে এতগুলো মানুষের প্রাণ গেল। তাই প্রধানমন্ত্রী নৈতিকভাবে ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছেন।’

শহীদ মিনারে আসা আন্দোলনকারীরা ‘বাংলাদেশের জনগণ, নেমে আসুন নেমে পড়ুন’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’- এ রকম নানা স্লোগান দেন।

এ সময় শহীদ মিনারে আসা আন্দোলনকারীদের হাতে ‘গণহত্যার দায়ে খুনিদের বিচার করা হবে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন