[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আনসারদের চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ

প্রকাশঃ
অ+ অ-

চাকরি জাতীয়করণের দাবিতে আজ রোববার বেলা ১২টা থেকে সচিবালয় অবরোধ করে রেখেছেন আনসার সদস্যরা | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: বিক্ষোভকারী আনসার সদস্যরা আবারও সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। এ বিক্ষোভের কারণে আবার অবরুদ্ধ হয়ে পড়েছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। আজ রোববার দুপুর ১২টার পর সচিবালয়ের সামনে ও অন্য গেটগুলোর সামনে অবস্থান নেন বিক্ষোভকারী আনসাররা। বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে সচিবালয়ে কেউ ঢুকতে বা বের হতে পারছেন না। পাঁচটি ফটকই বন্ধ করে রাখতে হয়েছে।

এদিকে সব কটি গেট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অনেকেই। কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন কাজে আসা অনেকে বের হতে না পেরে সচিবালয়ের ভেতরের গেটগুলোর সামনে অবস্থান করছেন।

চাকরি জাতীয়করণের দাবিতে দুই দিন ধরে আন্দোলন করছেন আনসার সদস্যরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাঁদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি।

দাবি না আদায় হওয়া পর্যন্ত সচিবালয় থেকে কাউকে বের হতে দেবেন না এবং কাউকে প্রবেশ করতে দেবেন না বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী আনসাররা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন