[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

প্রকাশঃ
অ+ অ-

হত্যা | প্রতীকী ছবি

প্রতিনিধি বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সবুজ ইসলাম (২৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা তিনটায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হামলায় নিহত সবুজ ইসলাম ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের গজিয়াবাড়ি গ্রামের নরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালনগর ইউনিয়নের গজিয়াবাড়ি মাঠে ২১ শতক জমি নিয়ে চাচাতো ভাই আবুল কালামের সঙ্গে সবুজ ইসলামের বিরোধ ছিল। এত দিন ওই জমি সবুজ ইসলাম ভোগদখল করতেন। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে আবুল কালাম ও তাঁর লোকজন নিয়ে ওই জমি দখল করতে এলে সবুজ ইসলাম ও তাঁর পরিবারের লোকজন বাধা দেন। এ সময় আবুল কালামের লোকজন লাঠিসোঁটা হাতে হামলা করলে সবুজ ইসলামসহ তিনজন আহত হন। তাঁদের তাৎক্ষণিক বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার বেলা তিনটার দিকে আহত সবুজ ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সবুজ ইসলাম নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন