[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দলের নেতা নির্বাচনে লড়বেন না কিশিদা, নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে জাপান

প্রকাশঃ
অ+ অ-

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। আজ বুধবার টোকিওতে সংবাদ সম্মেলনে | ছবি: এএফপি

পদ্মা ট্রিবিউন ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ঘোষণা দিয়েছেন, আগামী মাসে অনুষ্ঠেয় দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্বের নির্বাচনে তিনি লড়বেন না।

ফুমিও কিশিদার এ সিদ্ধান্তের অর্থ হলো, জাপানের ক্ষমতাসীন দলকে একজন নতুন নেতা বেছে নিতে হবে। আর দেশটি একজন নতুন প্রধানমন্ত্রী পাবে।

রাজধানী টোকিওতে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে ফুমিও কিশিদা এ-সংক্রান্ত ঘোষণা দেন। তিনি বলেন, এলডিপির নতুন নেতা বেছে নেওয়ার সময় এখন। তিনি নতুন নেতৃত্বকে পূর্ণ সমর্থন দেবেন।

২০২১ সালের সেপ্টেম্বরে পরবর্তী তিন বছরের জন্য এলডিপির প্রেসিডেন্ট নির্বাচিত হন ফুমিও কিশিদা। এরপর জাতীয় নির্বাচনে জিতে একই বছরের অক্টোবরে তিনি জাপানের প্রধানমন্ত্রী হন।

তবে এলডিপির ভেতরে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির খবর প্রকাশিত হওয়ায় ফুমিও কিশিদার জনপ্রিয়তায় ভাটা পড়ে।

দেশটির পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা আছে। তাই যিনিই দলটির নেতা নির্বাচিত হবেন, তিনিই হবেন জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী।

করোনা মহামারি সামাল দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা মাথায় নিয়ে ইউশিহিদে সুগা বিদায় নিলে এলডিপির প্রধান হয়ে জাপানের প্রধানমন্ত্রী হন ফুমিও কিশিদা। আগে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন