[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ফারুক-ই-আজম

প্রকাশঃ
অ+ অ-

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজমকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ১৩ আগস্ট, বঙ্গভবনে | ছবি: বাসস

বাসস, ঢাকা: নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ফারুক-ই-আজম। তিনি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা।

এ নিয়ে তিন ধাপে প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন উপদেষ্টা শপথ নিয়েছেন।

আজ মঙ্গলবার বেলা ১১টার পরে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ফারুক-ই-আজমকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। আরও ছিলেন কয়েকজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তিন বাহিনীর প্রধান, বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে ফারুক-ই-আজম উপদেষ্টার শপথ ও গোপনীয়তার শপথে সই করেন।

রাষ্ট্রপ্রধান গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টাসহ ১৪ জনকে শপথ পাঠ করান। সে সময় ঢাকার বাইরে থাকায় অন্য তিন উপদেষ্টা শপথ নিতে পারেননি। তাঁদের মধ্যে দুজন সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় গত রোববার শপথ নেন।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জন্মগ্রহণকারী ফারুক-ই-আজম ‘অপারেশন জ্যাকপট’-এর একজন সাব-কমান্ডার ছিলেন, যেটি চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে পরিচালিত সবচেয়ে বড় অভিযানগুলোর একটি।

ফারুক-ই-আজম ১৯৮৯ সালে চট্টগ্রামে প্রথম বিজয় মেলার অন্যতম সংগঠক এবং পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সক্রিয় সদস্য ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন