[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফেনীর বন্যাকবলিতদের উদ্ধারে চাঁদপুর থেকে ১৭টি স্পিডবোট নিয়ে গেলেন শিক্ষার্থীরা

প্রকাশঃ
অ+ অ-

ফেনীতে নিয়ে যাওয়ার জন্য নদী থেকে তোলা হচ্ছে স্পিডবোট। আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর বড়স্টেশন ডাকাতিয়া নদীর পাড়ে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি চাঁদপুর: ফেনীর বন্যাকবলিত মানুষদের উদ্ধার করতে চাঁদপুর থেকে শিক্ষার্থীরা ১৭টি স্পিডবোট নিয়ে গেছেন। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তাঁরা ১৭টি স্পিডবোট ডাকাতিয়া নদী থেকে তুলে ট্রাকে করে নিয়ে যান। সেই সঙ্গে অন্তত ৫০ শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে গেছেন।

চাঁদপুরের বাসিন্দা ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী তানভির হোসেন বলেন, ‘আমরা বেশ কিছু শিক্ষার্থী ফেনীতে বন্যায় আটকে পরা লোকজনকে উদ্ধার করতে চাঁদপুর থেকে এ পর্যন্ত ১৭টি স্পিডবোট ভাড়া নিয়েছি। ইতিমধ্যে সব কটি ট্রাকে তুলে ফেনীতে পাঠানো হয়েছে। তবে এসব স্পিডবোটকে প্রতিদিন ভাড়া হিসেবে দিতে হচ্ছে ১০ হাজার টাকা করে। আমাদের এ কাজে সহায়তা করছে রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক সংগঠন।’

চাঁদপুর বড়স্টেশন খেয়াঘাটের স্পিডবোটের চালক নাজমুল মল্লিক বলেন, শিক্ষার্থীসহ অন্য অনেকেই বন্যায় আটকে পড়াদের উদ্ধারে স্পিডবোট ভাড়া নিচ্ছেন। প্রতিটি বোটের ভাড়া প্রতিদিন ১০ হাজার টাকা পড়ছে। এ ছাড়া চাঁদপুর থেকে ট্রাকে করে নেওয়া–আনা, প্রতিদিন উদ্ধারকাজ চালানো ও চালকের খরচ ভাড়া নেওয়া ব্যক্তিরাই বহন করছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন