[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা

প্রকাশঃ
অ+ অ-

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়েছে।

রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে, সাধারণ ছাত্রছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের নীতিনির্ধারণী ব্যক্তিবর্গের সঙ্গে জরুরি আলোচনা ও বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ধারা ১১ (১২) অনুযায়ী সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ড ঘোষণা করা হলো। ক্যাম্পাসে  সব ধরনের রাজনৈতিক সংগঠন, ছাত্রসংগঠন ও পেশাজীবী সংগঠন বন্ধ থাকবে।

এ প্রসঙ্গে বিজন কুমার ব্রহ্ম বলেন, ‘উপাচার্য মহোদয় রিজেন্ট বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন