[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবনায় পুলিশি পাহারায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ গণমিছিল

প্রকাশঃ
অ+ অ-

পুলিশের সহযোগিতায় ঢাকা-পাবনা মহাসড়কে শান্তিপূর্ণ গণমিছিল করছেন সাধারণ শিক্ষার্থীরা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি পাবনা: কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে ঢাকা-পাবনা মহাসড়কে শান্তিপূর্ণ গণমিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ গণমিছিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করতে দেখা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুক্রবার দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এসময় ছাত্র-জনতা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’; ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’; ‘স্বৈরাচারির গতিতে, আগুন লাগাও এক সাথে’ ইত্যাদি শ্লোগান দেন।

 পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল | ছবি: পদ্মা ট্রিবিউন

শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিলে শান্তিপুর্ণভাবে অবস্থান নেয় পুলিশ, বিজিবি, ডিবি, র‍‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় পুলিশের সাজোয়া যানও মোতায়েন করতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয় গেট থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বাস টার্মিনাল এলাকার দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাঁধা দেয়। কিন্তু শিক্ষার্থীদের সাথে প্রথমে কথা বলেন পুলিশ কর্মকর্তারা। শিক্ষার্থীরা শান্তিপুর্ণভাবে মিছিল করার প্রতিশ্রুতি দিলে এতে সহযোগিতা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে তারা নিরাপত্তা দিয়ে মিছিল শেষে সংক্ষিপ্ত আকারে কর্মসুচি সমাপ্ত করে দেয়। এরপর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিল করে চলে যান শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ কথা বলছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম | ছবি: পদ্মা ট্রিবিউন

এবিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে শান্তিপু্রণভাবে মিছিল করে চলে গেছেন। যেহেতু তারা শান্তিপূর্ণভাবে মিছিল করেছে আমরা তাদের সহযোগিতা করেছে। পরিস্থিতি এখন  শান্ত।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন