[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

৩ বছরের জমানো টাকা বন্যার্তদের দিল ছোট্ট ইহান

প্রকাশঃ
অ+ অ-

নিজের জমানো টাকা বন্যার্তদের জন্য দান করছে ছোট্ট ইহান | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঢাবি: ছোট্ট ইহান, বয়স ছয় বা সাত বছর। এই বয়সেই প্লাস্টিকের ব্যাংকে ৩ বছর ধরে জমানো সব টাকা বন্যার্তদের জন্য দান করে সকলের ভালোবাসা কুড়াচ্ছে সে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে এই টাকা দান করে সে। তবে ইহানের টাকার পরিমাণ কত তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কালেকশন বুথ থেকে প্রকাশ করা হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক এ বি জুবায়ের ছোট ইহানের ছবি ফেসবুক পোস্টে দিয়ে বলেন, যা কিছু সুন্দর। তিন বছর ধরে প্লাস্টিকের ব্যাংকে জমানো সব টাকা নিয়ে টিএসসিতে হাজির ৭ বছরের ইহান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ বুথের মাধ্যমে এ টাকা সে পৌঁছে দিতে চায় বন্যার্তদের সাহায্যে।

মন্তব্যের ঘরে আশরাফুল ইসলাম লিখেন, সাবাস বেটা! মানবতার কান্ডারি হবি বড় হয়ে। দুর্নীতি আর বৈষম্যের সাথে আপস করবি না কখনও। তোর দেশ তুই তোর মতো করে গড়ে নিবি। পেছনে আছি আমরা লক্ষ পিতা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন