[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নিরপরাধ ব্যক্তিকে যাতে কারাগারে যেতে না হয়, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশঃ
অ+ অ-

আইনমন্ত্রী আনিসুল হক | ফাইল ছবি

বিশেষ প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতের ঘটনায় দায়ের করা মামলায় কোনো নিরপরাধ ব্যক্তিকে যাতে কারাগারে যেতে না হয়, সে বিষয়ে সরকার ব্যবস্থা নিয়েছে।

আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী। পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিচার বিভাগ স্বাধীন হলেও প্রসিকিউশন কিন্তু আইন মন্ত্রণালয়ের অধীনে। তাই যারা সহিংসতার ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়, যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা মাইনর (অপ্রাপ্তবয়স্ক), তাদের জামিন দেওয়ার ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য প্রসিকিউশনকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে আইন তার নিজস্ব গতিতে চলবে। যারা অপরাধ করেছে, তাদের আইনের আওতায় আনা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন