[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বড় পতনের পর শেয়ারবাজারের লেনদেনে আবার গতি ফিরেছে

প্রকাশঃ
অ+ অ-

শেয়ারবাজার | গ্রাফিকস পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বের শূন্যতা পূরণ হওয়ায় আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে বাজার। সপ্তাহের দ্বিতীয় দিনে আজ সোমবার পতন দিয়ে লেনদেন শুরু হলেও প্রথম ১০ মিনিটের মধ্যে উত্থানের ধারায় ফিরেছে সূচক। তবে প্রথম এক ঘণ্টা শেষে সূচক কিছুটা কমতে শুরু করে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রথম ৫০ মিনিটে ৬২ পয়েন্ট বেড়েছে। প্রথম ১ ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ৩০০ কোটি টাকা। লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানেরই দাম বেড়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার ডিএসইর প্রধান সূচকটি ১২৫ পয়েন্ট বা ২ শতাংশের বেশি কমে গিয়েছিল। লেনদেন কমে নেমে আসে ৪৮১ কোটি টাকায়। সেখানে আজ লেনদেনে ভালো গতি দেখা যাচ্ছে দিনের শুরুতেই।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিএসইসির চেয়ারম্যান পদে যোগদানে এম মাসরুর রিয়াজের অপরাগতা প্রকাশের পর বিএসইসির নেতৃত্বে শূন্যতা দেখা দেয়। এ অবস্থায় গতকাল বিনিয়োগকারীদের মধ্যে একধরনের শঙ্কা তৈরি হয়, যার কারণে ওই দিন বাজারে ক্রেতার চেয়ে বিক্রেতা ছিল বেশি। এর ফলে বড় দরপতন হয় বাজারে। এ অবস্থায় গতকাল বিকেলে সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এতে করে বিনিয়োগকারীদের মধ্যে আবারও আশার সঞ্চার হয়েছে। তাই তাঁরা আজ সকাল থেকে বাজারে সক্রিয় হতে শুরু করেছেন, যার ইতিবাচক প্রভাব দেখা যায় সূচক ও লেনদেনে।

জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিকতা শেষে আজ দুপুরের পর বিএসইসিতে নতুন কর্মস্থলে যোগদানের সম্ভাবনা রয়েছে নতুন চেয়ারম্যানের। তাঁর দায়িত্ব নেওয়ার পর শেয়ারবাজারের গত ১৪–১৫ বছরের অনিয়ম ও দুর্নীতির তদন্তসহ কাঠামোগত পরিবর্তন আসতে পারে, এমন প্রত্যাশা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। সেই প্রত্যাশায় নতুন করে বিনিয়োগকারীরা বাজারের প্রতি আগ্রহী হয়ে উঠতে শুরু করেছেন।

এদিকে আজ লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় শেয়ারবাজারে সূচকের উত্থানে সবচেয়ে বড় ভূমিকা দেখা যাচ্ছে ব্যাংকসহ ভালো মৌলভিত্তির কিছু শেয়ারের। শেয়ারবাজারের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউস লংকাবাংলা সিকিউরিটিজের প্রতিবেদন অনুযায়ী, প্রথম এক ঘণ্টায় সূচকের উত্থানের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, বীকন ফার্মা ও ইস্টার্ণ ব্যাংক। এই পাঁচ কোম্পানির কারণেই ডিএসইএক্স সূচকটি বেড়েছে প্রায় ৩৩ পয়েন্ট।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন