[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আরএমপির ১২ থানার ওসি একযোগে বদলি

প্রকাশঃ
অ+ অ-

আরএমপি

প্রতিনিধি রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) একযোগে বদলি করা হয়েছে। বুধবার আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

এতে আরএমপির ক্রাইম ব্রাঞ্চের পুলিশ পরিদর্শক মাসুদ পারভেজ বোয়ালিয়া, ডিবির পরিদর্শক মশিউর রহমান রাজপাড়ায়, শাহমখদুম থানার ওসি ইসমাইল হোসেন চন্দ্রিমা, মহানগর কোর্ট পুলিশের পরিদর্শক আরিফুল ইসলাম মতিহার, পবা থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল কাটাখালী, এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বেলপুকুর, সিটি এসবির পুলিশ পরিদর্শক মো. নুরুজ্জামান কাশিয়াডাঙ্গা, চন্দ্রিমা থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান দামকুড়া থানায় বদলি হয়েছেন।

এ ছাড়া এয়ারপোর্ট থানার ওসি মোহা. মনিরুজ্জামানকে কর্ণহার থানায়, বেলপুকুর থানার ওসি মো. মামুনুর রশিদকে শাহমখদুম থানায়, মতিহার থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিন আকতারকে এয়ারপোর্ট থানায় এবং ডিবির পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে পবা থানায় বদলি করা হয়েছে। অন্যদিকে রাজপাড়া থানার ওসি রফিকুল হককে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন