.jpg) |
| বাঁশেরবাদা বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করছেন গালিবুর রহমান শরীফ এমপি | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে নানা আনন্দ-আয়োজন, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তিনটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নে বিভিন্ন ফল ও ঔষধি গাছের ৪ হাজার চারা রোপন এবং বিতরণ করা হয়। এ উপলক্ষে বাঁশেরবাদা বহুমূখী উচ্চ বিদ্যালয়, আওতাপাড়া নুরজাহান উচ্চ বালিকা বিদ্যালয়, বাবুল চারা উচ্চ বিদ্যালয়ে সুধী সমাবেশের আয়োজন করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের উপহার হিসেবে ব্যাগ দেওয়া হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছ লাগিয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ গালিবুর রহমান শরীফ এমপি।
.jpg) |
| বাঁশেরবাদা বহুমূখী উচ্চ বিদ্যালয়ে সুধী সমাবেশে বক্তব্য দিচ্ছেন গালিবুর রহমান শরীফ | ছবি: পদ্মা ট্রিবিউন |
এসময় সুধী সমাবেশে তিনি বলেছেন, কেবল ভালো ফল অর্জন করা নয়, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা যাতে ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে, সে জন্য অভিভাবক ও শিক্ষকদেরও ভূমিকা পালন করতে হবে। আগামী দিনে তোমরাই দেশ পরিচালনা করবে। তোমাদের প্রত্যেককে মেধাবী ও ভালো মানুষ হতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানুষের জীবনে প্রকৃতি ও গাছপালার গুরুত্ব তুলে ধরে গালিবুর রহমান শরীফ বলেন, অক্সিজেন দিয়ে খাদ্য দিয়ে গাছপালা আমাদের বাঁচিয়ে রেখেছে। আমাদেরও দায়িত্ব গাছপালাকে ভালবাসা। তাই আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। যাতে করে আমরা একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি।
বাঁশেরবাদা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার।
.jpg) |
| শিক্ষার্থীদের মধ্যে ফলদ গাছের চারা বিতরণ করছে গালিবুর রহমান শরীফ এমপি। সঙ্গে রয়েছেন অতিথিরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমলাক হোসেন বাবু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুর রহমান রিপন, সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আকাল উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ভোলা, সহসভাপতি ওয়ারেস আলী ফকিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
.jpg) |
| আওতাপাড়া নুরজাহান উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে একটি করে চারা বিতরণ করা হয় | ছবি: পদ্মা ট্রিবিউন |
চারা বিতরণের সময় ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান আসাদ, বকুল সরকার, সাইম খান, এনামুল হোসেন, এনামুল কবির, সাঈদ হোসেন, ফয়সাল হোসেন, রাকিব হাসান, জীবন হোসেনসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুধীজনরা।
এ ব্যাপারে জানতে চাইলে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাব্বির আহমেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনা রয়েছে এক ইঞ্চিও জমি ফাঁকা রাখা যাবে না। তাঁর এ নির্দেশনা বাস্তবায়নে ঈশ্বরদী উপজেলার ফাঁকা জায়গায় বৃক্ষ রোপনের কর্মসূচি শুরু করেছি।
সাব্বির আহমেদ জানান, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নিজে রোপন করেন এবং ৪ হাজার বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা লাগানোর জন্য শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে পাঁচ হাজার গাছের চারা রোপন করা হয়েছে। তিনি জানান, পর্যায়ক্রমে লক্ষাধিক গাছের চারা লাগানোর উদ্দেশ্য রয়েছে।
উল্লেখ্য, ২১ জুন মরহুম আবুল মনসুর খাঁন স্টেডিয়াম মাঠে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তত্ত্বাবধানে ও পাবনা-৪ আসনের সংসদ গালিবুর রহমান শরীফ এমপির পৃষ্ঠপোষকতায় ঈশ্বরদীতে মাসব্যাপী ‘তরুণদের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির’উদ্বোধন করা হয়।
.jpg) |
| শিক্ষার্থীদের ব্যাগ উপহার দেন গালিবুর রহমান শরীফ এমপি | ছবি: পদ্মা ট্রিবিউন |
.jpg) |
| গাছ পেয়ে খুশিমনে বাড়ি ফিরেছে এক শিক্ষার্থী | ছবি: পদ্মা ট্রিবিউন |
.jpg) |
| বিশেষ অতিথির বক্তব্যে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার | ছবি: পদ্মা ট্রিবিউন |
.jpg) |
| শিক্ষার্থীদের ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেন গালিবুর রহমান শরীফ এমপি | ছবি: পদ্মা ট্রিবিউন |
.jpg) |
| গালিবুর রহমান শরীফ এমপিকে ফুলের তোড়া দিয়ে বরণ করছেন সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমলাক হোসেন বাবু | ছবি: পদ্মা ট্রিবিউন |
.jpg) |
| গালিবুর রহমান শরীফ এমপিকে ফুল দিয়ে তৈরি নৌকা উপহার দেওয়া হয় | ছবি: পদ্মা ট্রিবিউন |
 |
| বাবুল চারা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন গালিবুর রহমান শরীফ এমপি | ছবি: পদ্মা ট্রিবিউন |
Comments
Comments