[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কারফিউ শিথিলে স্বস্তি

প্রকাশঃ
অ+ অ-

সড়কে বিভিন্ন যানবাহন চলাচল করছে। আজ বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরের সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী: কয়েক দিন ধরে ঝিমিয়ে থাকা রাজশাহী নগরে আজ যেন প্রাণ ফিরেছে। নগরের সব বিপণিবিতান খোলা হয়েছে। কর্মজীবী লোকজন পাঁচ দিন বন্ধের পর আজ কর্মস্থলে গেছেন। আজ সকাল থেকে নগরের সড়কগুলোতে যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে। বাস চালু হওয়ায় রাজশাহীতে আটকে পড়া লোকজন বিভিন্ন গন্তব্যে ফিরতে শুরু করেছেন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের ভদ্রা বাসস্ট্যান্ডে কথা হয় রাজশাহী সরকারি কলেজের শিক্ষার্থী আল আমিনের সঙ্গে। তিনি বলেন, তাঁর বাড়ি রংপুরে। তিনি রাজশাহী আটকে পড়েছিলেন। বাস চালু হওয়ায় আজ তিনি বাড়ির পথে রওনা হয়েছেন।

গত শনিবার রাতে কারফিউ জারি হলে সারা দেশের মতো রাজশাহীতেও স্থবিরতা নেমে আসে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় লোকজন বেশি বাইরে বের হননি। কারফিউ শিথিলের সময় অল্প কিছু মানুষ জরুরি প্রয়োজনে বের হতেন। আজ সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় মানুষের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরেছে। ফিরেছে স্বস্তি।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাফকাত মঞ্জুর বলেন, আজ সকালে রাজশাহী থেকে দু-একটি দূরপাল্লার বাস ছেড়ে গেছে। পাশের জেলাগুলোর সঙ্গে বেশ বাস চলাচল করছে।

রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, কারফিউ চলাকালে অনেক মানুষ জীবিকা নির্বাহ করতে না পেরে সমস্যায় পড়েছেন। এ কারণে কারফিউ শিথিল করা হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। রাজশাহীতে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনী তৎপর রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন