[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাতে শান্ত, ভোর থেকে বিস্ফোরণের শব্দ

প্রকাশঃ
অ+ অ-

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে টেকনাফ ট্রানজিট ঘাটে বিজিবির কড়া পাহারা। সম্প্রতি তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি টেকনাফ: কক্সবাজারের টেকনাফের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় আজ শনিবারও দিনভর মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ভেসে আসা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।

জনপ্রতিনিধিরা জানান, গতকাল শুক্রবার রাত ১০টা পর থেকে গতকাল ভোররাত চারটা পর্যন্ত কোনো বিস্ফোরণের শব্দ শুনতে পাননি স্থানীয় বাসিন্দারা। তবে ভোর থেকে পুনরায় বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসতে শুরু করে।

আজ দুপুরে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, দিন-রাত বিকট বিস্ফোরণের শব্দে তাঁদের বসবাস করা কঠিন হয়ে পড়েছে। শান্তিতে ঘুমাতেও পারছেন না।

সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, দীর্ঘদিন পর গতকাল রাতে এলাকার লোকজন কিছুক্ষণের জন্য শান্তিতে ঘুমিয়েছে। তবে ভোরে আবারও মিয়ানমার থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসতে শুরু করে।

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, সীমান্তের ওপারে সহিংসতার কারণে নতুন করে মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। অপরিচিত কাউকে দেখলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহীদের সংঘাত চলমান থাকায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে অবৈধ অনুপ্রবেশ যাতে না ঘটে, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন