[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়, এমন কোম্পানির করপোরেট কর কমল

প্রকাশঃ
অ+ অ-

শেয়ারবাজার | গ্রাফিক:পদ্মা ট্রিবিউন

বিশেষ প্রতিবেদক: আগামী অর্থবছর থেকে করপোরেট কর আড়াই শতাংশ কমছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়, এমন কোম্পানির জন্য এই হার ২৫ শতাংশ করা হয়েছে।

তবে এ ক্ষেত্রে শর্ত হলো, একক লেনদেনে ৫ লাখ টাকা এবং বার্ষিক সর্বমোট ৩৬ লাখ টাকার বেশি সব খরচ ও বিনিয়োগ ব্যাংকের মাধ্যমে হতে হবে। বর্তমানে এই শ্রেণির প্রতিষ্ঠানকে সাড়ে ২৭ শতাংশ কর দিতে হয়।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট বক্তৃতায় করপোরেট কর কমানোর এই ঘোষণা দেন। তিনি সমবায় সমিতির করহার ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করেন। তবে অন্যান্য খাতের করপোরেট কর অপরিবর্তিত আছে।

অর্থমন্ত্রী আরও ঘোষণা করেছেন, আগামী অর্থবছরের জন্য যে করপোরেট করহার প্রস্তাব করা হয়েছে, তা ২০২৫-২৬ অর্থবছরেও বহাল থাকবে, যার মাধ্যমে আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ভবিষ্যাপেক্ষ করব্যবস্থার সূচনা হবে। তিনি আরও বলেন, বাণিজ্য সম্প্রসারণ, দেশের করব্যবস্থার প্রতি বিনিয়োগকারীদের আস্থার উন্নয়ন এবং স্থানীয় ও বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন