[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নতুন যে পরিচয়ে আসছেন অনন্যা

প্রকাশঃ
অ+ অ-

অনন্যা পাণ্ডে | ইনস্টাগ্রাম থেকে

বিনোদন ডেস্ক: ‘কল মি বে’-এর হাত ধরে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন অনন্যা পান্ডে। এ খবর পুরোনো। তবে সিরিজটি দিয়ে আরও এক নতুন পরিচয়ে আসতে চলেছেন নায়িকা। খবর হিন্দুস্তান টাইমসের

অনন্যার অনুরাগীরাও তাঁর প্রথম সিরিজ মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ভক্তদের মধ্যে উৎসাহ আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য অনন্যা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, এই প্রথম তিনি সেটে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

গতকাল মঙ্গলবার অনন্যা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে লেখেন, ‘আজ সেটে প্রথম সহকারী পরিচালক হিসেবে কাজ করছি।’ ছবিতে তাঁকে সেটে বসেই চিত্রনাট্য পড়তে দেখা গিয়েছে। এ ছাড়া গুঞ্জন আছে, সিরিজটির প্রযোজনার সঙ্গেও জড়িত অনন্যা। এ ছবির মাধ্যমে হয়তো তিনি সেই ইঙ্গিতই দিয়েছেন।

‘কল মি বে’-তে অনন্যাকে একজন ফ্যাশন তারকার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ওটিটি প্ল্যাটফর্মটি সম্প্রতি এ সিরিজের পোস্টারও প্রকাশ্যে এনেছে। 

পোস্টারে লেখা রয়েছে, ‘শহরে একজন নতুন ফ্যাশনিস্তা এসেছেন, তিনি এখানেই থাকবেন আর সব স্বাভাবিক ধারণা ভেঙে গুঁড়িয়ে গড়বেন নতুন কিছু। নতুন সিরিজ “কল মি বে” আসছে।’

অনন্যাকে শেষ দেখা গিয়েছিল সিদ্ধান্ত চতুর্বেদী ও আদর্শ গৌরবের সঙ্গে ‘খো গ্যায়ে হাম কাহা’তে। এই ছবিতে তাঁর অভিনয়ও খুব প্রশংসিত হয়েছিল। ওয়েব ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছিল।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন