[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

প্রকাশঃ
অ+ অ-

রাজশাহী শাহমখদুম (র.) ঈদগাহ ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী: রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত হজরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদগাহে নামাজ হবে না। সে ক্ষেত্রে সকাল ৮টায় প্রধান জামাত হজরত শাহমখদুম (র.) দরগা মসজিদে অনুষ্ঠিত হবে।

হজরত শাহমখদুম (র.) দরগা এস্টেটের তত্ত্বাবধায়ক মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘গত বুধবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। অন্যান্য ঈদগাগুলোর পরিচালনা কমিটি সুবিধামতো সময়ে জামাতের সময় নির্ধারণ করে প্রচারের কথাও সভায় জানানো হয়।’

এ ছাড়া নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সকাল ৮টায়, টিকাপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৭টা ও সকাল ৮টায় দুটি ঈদের জামাত হবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে ঈদের জামাত হবে সকাল ৭টায়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী  বলেন, ‘ঈদগাহের নিরাপত্তা নিশ্চিত করতে সবখানেই ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পুরোনো সিসি ক্যামেরাগুলো ঠিক আছে কি না সেটিও দেখে নিতে বলা হয়েছে। ঈদের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন