[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীর নতুন চেয়ারম্যান রানা সরদারের ঈদ শুভেচ্ছা

প্রকাশঃ
অ+ অ-

এমদাদুল হক রানা সরদার | ছবি: সংগৃহীত

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার।

আজ শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় এমদাদুল হক রানা সরদার বলেন, কোরবানির ঈদ মানে ত্যাগের আনন্দ। পশু কোরবানির পাশাপাশি আমাদের মনের পশুটাকেও কোরবানি দিতে হবে। তাহলেই ব্যক্তি, সমাজ ও দেশ উপকৃত হওয়ার পাশাপাশি পরকালেরও কল্যাণ হবে।

নব নির্বাচিত চেয়ারম্যান বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ, ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক- এই কামনা করছি।  

তিনি নির্ধারিত স্থানে পশু কোরবানির আহ্বান জানিয়ে বলেন, রাস্তাঘাটে যাতে কোরবানির বর্জ্য পড়ে না থাকে, সেদিকে সবাই নজর রাখুন। আসুন সবাই মিলে আমরা আমাদের প্রিয় ঈশ্বরদীকে পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখি। সবার জীবনে পবিত্র ঈদুল আজহা সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। সবাইকে ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন