[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বঙ্গবন্ধু সেতুতে ঢাকামুখী লেনে তীব্র যানজট

প্রকাশঃ
অ+ অ-

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে ঢাকামুখী লেনে তীব্র যানজটের কারণে রোববার সকাল সাড়ে নয়টার দিকে সেতুর ঢাকামুখী লেন পুরোপুরি অচল হয়ে যায় | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে সেতুর পশ্চিম পারের গোলচত্বর থেকে সেতুর ঢাকামুখী লেনটি পুরোপুরি অচল হয়ে যায়। দেড় ঘণ্টা এমন অবস্থা থাকার পর বেলা ১১টার দিকে যান চলাচল কিছুটা সচল হয়। দুপুর ১২টার দিকেও সেখানে থেমে থেমে যানবাহন চলছিল।

সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ লাইন পরিবহনের যাত্রী শশী শতাব্দী বেলা সাড়ে ১১টার দিকে মুঠোফোনে বলেন, জেলার কড্ডার মোড় থেকে আজ বেলা সাড়ে নয়টার দিকে ঢাকার উদ্দেশে তাঁদের বাস ছাড়ে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোল চত্বর থেকে ঢাকামুখী লেনে যানজট থাকায় সেতু পারাপার হতেই দেড় ঘণ্টা চলে গেছে। সাড়ে ১১টার দিকে যানজটের কারণে সেতুর পূর্ব পারে টাঙ্গাইলের ভূঞাপুরের জগাইচর এলাকায় মহাসড়কে তাঁদের বাস দাঁড়িয়ে ছিল।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, সেতুর পূর্ব পারে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় রোববার সকালে পরপর দুটি দুর্ঘটনা ঘটেছে। এ কারণে সেতুর পূর্ব পার থেকে যানজট সৃষ্টি হয়ে পশ্চিম পার পর্যন্ত সেটি বিস্তৃত হয়েছে। তবে দুপুর ১২টার দিকে এই লেনে থেমে থেমে কিছুটা ধীরগতিতে যানবাহন চলছিল।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪৪ হাজার ১৮৯টি যানবাহন চলাচল করেছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬ লাখ ৬ হাজার ৩০০ টাকা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন