বগুড়ায় এক ব্যক্তির বিচ্ছিন্ন দুটি কবজি উদ্ধার
![]() |
| কবজি উদ্ধার করে স্থানীয় ফুলবাড়ি পুলিশ ফাঁড়িতে নেওয়া হয় | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি বগুড়া: বগুড়ায় করতোয়া নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির দেহ থেকে বিচ্ছিন্ন করা দুই হাতের কবজি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৯টার দিকে শহরের মাটিডালি এলাকায় করতোয়া নদীতে ভাসমান অবস্থায় থাকা পলিথিনে মোড়ানো দুটি কবজি উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা কবজি দুটি ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে পলিথিনে মোড়ানো দেহের খণ্ডিত অংশ করতোয়া নদীতে ভাসতে দেখে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পলিথিন খুলে দুটি কবজি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ৯৯৯–এ ফোন পেয়ে সকালে মাটিডালি এলাকায় লোহার ব্রিজের কাছে করতোয়া নদী থেকে পলিথিনে ভাসমান অবস্থায় থাকা ওই দুটি কবজি উদ্ধার করা হয়। আঙুল ও নখ দেখে এটি কোনো নারীদেহের বলে ধারণা করা হচ্ছে। তবে কার দেহের খণ্ডিত অংশ এটি, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

Comments
Comments