[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে শেষ হলো কৃষি প্রযুক্তি মেলা, নয় কৃষক পুরস্কৃত

প্রকাশঃ
অ+ অ-

মেলায় অংশগ্রহণকারী বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনকে পুরস্কার প্রদান করা হয় | ছবি: পদ্মা ট্রিবিউন  

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে কৃষি প্রযুক্তি মেলা শেষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয় মেলা।

তিনব্যাপী চলা এই মেলা শুক্রবার বিকেলে সমাপ্তি হয়। কৃষকদের জাগরিত করতে মেলায় বিভিন্ন ধরনের আকর্ষণীয় ১২টি স্টল প্রদর্শিত হয়।  

এর আগে, বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে মেলা শুরু হয়েছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার।

মেলার সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রোকনুজ্জামান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার।  

বিশেষ অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ ঈশ্বরদী হর্টিকালচার সেন্টার কর্মকর্তা এনামুল হক প্রমুখ। 

এদিকে মেলায় অংশগ্রহণ করে কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার দেওয়া হয়েছে।  বিচার-বিশ্লেষণে সরকারি সংস্থা বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট প্রথম, ডাল গবেষণা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র দ্বিতীয় তৃতীয় হয়েছে ঈশ্বরদী হর্টিকালচার সেন্টার।

বেসরকারি সংস্থার মধ্যে রিয়াদ নার্সারি প্রথম, নিউ এরা ফাউন্ডেশন দ্বিতীয় তৃতীয় স্থান পেয়েছে মুন্না নার্সারি। 

সর্বাধিক সংখ্যক ফসলের নমুনা সরবরাহকারী উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম, এম সাঈফ উদ্দিন ইয়াহিয়া, মোছা. ফারজানা ববি মো. আব্দুল আলিম এবং আম বিষয়ের বিভাগে মো. শাজাহান আলী (পেঁপে বাদশা) প্রথম স্থান, সাংবাদিক আলমাস আলী দ্বিতীয় স্থান, মিজানুর রহমান তৃতীয় স্থান এবং মো. মেহেদী হাসান চতুর্থ স্থান অর্জন করেন।

কাঁঠাল বিষয়ের বিভাগে মো. আইনুল হক বিশ্বাস প্রথম স্থান এবং মো. নামাজুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেন।

ছাড়া অন্যান্য ফসলের মধ্যে লতি কচুতে আব্দুল খালেক, মিষ্টি কুমড়ায় জালাল উদ্দিন, বাঙ্গিতে ইয়াদ আলী বিশ্বাস, কলায় লাভলু হোসেন, ওল কচুতে শফিউদ্দিন, ভুট্টায় রুবেল হোসেন, আঙ্গুরে তোহা, বেলে শাহিন এবং জিও ব্যাগে আদা চাষ মো. মনসুর আলম পুরস্কৃত হন।

আলোচনা শেষে প্রথম, দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন