[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাংলাদেশিদের জন্য আংশিকভাবে ভিসা চালু করছে ওমান

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক: ওমান সরকার বাংলাদেশিদের জন্য ১২ ক্যাটাগরিতে ভিসা চালু করবে। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক এ কথা জানিয়েছেন।

 এই শ্রেণিগুলোর মধ্যে রয়েছে পারিবারিক ভিসা, উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) অন্তর্ভুক্ত দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা, চিকিৎসক ভিসা, প্রকৌশলী ভিসা, নার্স ভিসা, শিক্ষক ভিসা, হিসাবরক্ষক ভিসা, বিনিয়োগকারী ভিসা ও সব ধরনের অফিশিয়াল ভিসা।

গত বছরের ৩১ অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা প্রদান স্থগিত করে ওমান। এর পর থেকে দেশটিতে বাংলাদেশিদের যাওয়া ৫০ শতাংশের বেশি কমে গেছে। গত সেপ্টেম্বরে দেশটিতে বাংলাদেশি নাগরিক যাওয়ার সংখ্যা ছিল ২৮ হাজার ২০১।

গত ৩১ অক্টোবর জারি করা এক পরিপত্রে রয়েল ওমান পুলিশ (আরওপি) বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা ইস্যু স্থগিত করার বিষয়টি জানিয়েছিল।

ওই নিষেধাজ্ঞার পর মাসকাটে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে বলেছিল, ‘এ নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন