[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

স্বাস্থ্যবিষয়ক অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য জয়পুরহাটে নিবন্ধন শুরু

প্রকাশঃ
অ+ অ-

যক্ষ্মা রোগ বিস্তার রোধ ও জনসচেতনা বাড়াতে জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে উদ্বুদ্ধকরণসভার আয়োজন করা হয়। পরে আঞ্চলিক স্বাস্থ্য অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীরা নিবন্ধন করে। শনিবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি জয়পুরহাট: জয়পুরহাটে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিষয়ক অলিম্পিয়াডে অংশগ্রহণে নিবন্ধন শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ শতাধিক শিক্ষার্থীর নিবন্ধন করা হয়। যক্ষ্মা রোগের বিস্তার রোধ ও মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরিতে প্রথম আলো এই প্রচারণার আয়োজন করেছে।

ঘড়ির কাঁটাতে তখন সকাল সাতটা। তখন সূর্যের হালকা তাপে একটু গরম আবহাওয়া ছড়াচ্ছে। শহরের দোকানপাট বন্ধ। জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রভাতী শাখার শিক্ষার্থীরা দলে দলে এসে বিদ্যালয়ের ফটকে নামছে। তাদের সঙ্গে আছেন অভিভাবকেরাও। বিদ্যালয়ে পাঠদান শুরুর ঘণ্টা বাজছিল। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ঢুকে পাঠদান করছিল। সকাল আটটায় প্রথমে জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে যক্ষ্মার বিস্তার রোধে উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এই বিদ্যালয়ের তৃতীয় তলায় অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল হাকিম কাজী, গণিত বিষয়ের শিক্ষক মো. বজলুর রশিদ, প্রথম আলোর জয়পুরহাট প্রতিনিধি রবিউল ইসলাম, জয়পুরহাট বন্ধুসভার সভাপতি নাজমুল হোসাইন, সাধারণ সম্পাদক মো. নাসিম। এ সময় বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বুদ্ধকরণ আলোচনা সভা শেষে বন্ধুসভার সদস্যরা আঞ্চলিক স্বাস্থ্য অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নিবন্ধন শুরু করেন। এরপর রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়, জয়পুরহাট সদর থানা উচ্চবিদ্যায়, কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনে যক্ষ্মার বিস্তার রোধে উদ্বুদ্ধকরণ সভা ও আঞ্চলিক স্বাস্থ্য অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নিবন্ধন করা হয়। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নিবন্ধন করে। দুপুর সাড়ে ১২টায় নিবন্ধন কার্যক্রম শেষ করা হয়। আজ রোববার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আঞ্চলিক স্বাস্থ্য অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম চলবে।

পৃথক চারটি বিদ্যালয়ে অনুষ্ঠিত যক্ষ্মার বিস্তার রোধে উদ্বুদ্ধকরণ সভার আলোচনায় বক্তারা বলেন, যক্ষ্মা একটি সংক্রামক জীবাণুঘটিত ও বায়ুবাহিত রোগ। বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩ লাখ ৭৯ হাজার মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। প্রতিবছর এ রোগে আক্রান্ত হয়ে প্রায় ৪২ হাজার মানুষ মারা যাচ্ছেন। যক্ষ্মা প্রধানত ফুসফুসে হয়। আক্রান্ত রোগীর হাঁচি, কাশি ও জোরে কথা বলার মাধ্যমে এই রোগের জীবাণু বাতাসে ছড়ায়, তবে এটি মরণব্যাধি নয়। আক্রান্ত ব্যক্তি নিয়মিত, সঠিক মাত্রায়, ক্রমাগত ও নির্দিষ্ট সময় পর্যন্ত ওষুধ খেলে যক্ষ্মা সম্পূর্ণ ভালো হয়। এমনকি সরকারিভাবে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও বক্ষব্যাধি ক্লিনিকে বিনা মূল্যে এই রোগের ওষুধও সরবরাহ করা হয়। আক্রান্ত ব্যক্তি নিয়মিত, সঠিক মাত্রায়, ক্রমাগত ও নির্দিষ্ট সময় পর্যন্ত ওষুধ খেলে যক্ষ্মা সম্পূর্ণ ভালো হয়। এমনকি সরকারিভাবে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও বক্ষব্যাধি ক্লিনিকে বিনা মূল্যে এই রোগের ওষুধও সরবরাহ করা হয়।

আয়োজকেরা জানান, শুধু যক্ষ্মা নয়, অন্যান্য রোগ ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতা তৈরির লক্ষ্যে প্রথম আলো এই স্বাস্থ্য অলিম্পিয়াডের আয়োজন করেছে। এতে অর্থায়ন করছে ইউএসএআইডি ও পরিচালনা করছে আইসিডিডিআরবি।

জয়পুরহাটে আগামী শুক্রবার সকাল ৯টায় জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনের হল রুমে আঞ্চলিক স্বাস্থ্য অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। নিবন্ধিত শিক্ষার্থীরা মোট তিন ভাগে প্রাইমারি (তৃতীয়-পঞ্চম), জুনিয়র (ষষ্ঠ-অষ্টম) ও সেকেন্ডারি (নবম-দশম) কুইজ প্রতিযোগিতায় অংশ নেবে। পরীক্ষা শেষে বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার ও জাতীয় স্বাস্থ্য অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন