[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নজরুল জয়ন্তী উদযাপন

প্রকাশঃ
অ+ অ-
গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে 'নজরুল জয়ন্তী' উপলক্ষ্যে প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় কবি নজরুলের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দিয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন | ছবি: পদ্মা ট্রিবিউন

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, কোশাধ্যক্ষ প্রফেসর ড. ফয়জার রহমান, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল, ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. কাজী খায়রুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. হাবিবুল্লাহ, ব্যবসায় প্রশাসন বিভাগের সমন্বয়কারী ড. রেজাউল করিম, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোসা. হাজেরা খাতুন প্রমুখ।

গানের সুরে সুরে শুরু হয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপনের অনুষ্ঠান | ছবি: পদ্মা ট্রিবিউন

আলোচনায় বক্তারা বলেন,  ‘কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্যের এক অসাধারণ প্রতিভার নাম। ধর্মান্ধতা, কুসংস্কার ,সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে কাজী নজরুল ইসলামের অবস্থান ছিল বলে তাকে ‘বিদ্রোহী’ কবি হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। নজরুলের কবিতার মূল বিষবস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার, সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। তার সব সাহিত্য  কর্মে সাম্রাজ্যবাদের বিরোধিতা ছিল সুস্পষ্ট।’

এতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা কবিতা, গান ও নৃত্য পরিবেশন করেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন