[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিস্তারিত না জেনে সাবেক সেনাপ্রধানকে নিয়ে বক্তব্য দেবেন না স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ
অ+ অ-

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান | ফাইল ছবি

বিশেষ প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি তিনি আনুষ্ঠানিকভাবে পাননি। কেন এ নিষেধাজ্ঞা এসেছে, সেটা তাঁর কাছে এখনো আসেনি। তিনি কেবল একটি বিজ্ঞপ্তির কথা শুনেছেন।

আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল সোমবার (বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতের পর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণার কথা জানানো হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের ওই বিবৃতিতে বলা হয়, উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক জেনারেল (অব.) আজিজ আহমেদকে, পূর্বে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, ডিপার্টমেন্ট অব স্টেট, ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের ৭০৩১ (সি) ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর।

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিকেরা আবার প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। বিস্তারিত না জেনে প্রশ্নের জবাব দিতে পারব না।’

নিষেধাজ্ঞাটি বিব্রতকর কি না, তা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটা জিনিস আমি বুঝতে পেরেছি, মার্কিন সরকার অনেক দেশের অনেক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। অনেক দেশে নিষেধাজ্ঞা দিয়েছে। এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের দেশে যাকে দেওয়া হয়েছে, আমাদের কাছে এখনো সেটা সঠিকভাবে আসেনি। এলে জানতে পারব কেন দেওয়া হয়েছে।’

ঝিনাইদহের কালীগঞ্জের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের ইমিগ্রেশন পার হয়ে যথাযথভাবেই তিনি ভারতে গেছেন। তাঁর পরিবার থেকে আমাদের জানানো হয়েছিল যে তাঁর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। সরকারি সব সংস্থা এ নিয়ে কাজ করছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের এনএসআই, এসবি ও পুলিশ কাজ করছে। ভারতীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ হচ্ছে। আশা করছি, ভারতীয় সরকারের মাধ্যমে শিগগির তথ্য জানা যাবে।’

আনোয়ারুল আজিমের বিষয়ে হালনাগাদ তথ্য আছে কি না—এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত নেই। শুনেছি তাঁর মোবাইলটাও বন্ধ।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন