[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সৌদি বাদশাহ অসুস্থ, জাপান সফর স্থগিত করলেন যুবরাজ

প্রকাশঃ
অ+ অ-

সৌদি আরবের বাদশাহ সালমান | রয়টার্স ফাইল ছবি

পদ্মা ট্রিবিউন ডেস্ক:  সৌদি আরবের বাদশাহ সালমান ফুসফুসের প্রদাহে ভুগছেন। গতকাল রোববার স্বাস্থ্য পরীক্ষায় সমস্যাটি ধরা পড়েছে। বাদশাহ সালমানকে জেদ্দায় আল সালাম প্রাসাদে রেখে চিকিৎসা দেওয়া হবে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে এসব কথা জানানো হয়েছে।

রাজপরিবারের বরাতে বার্তা সংস্থাটি আরও বলেছে, ৮৮ বছর বয়সী বাদশাহর প্রদাহ ঠিক না হওয়া পর্যন্ত অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হবে।

বাদশাহ সালমানের শারীরিক অসুস্থতা কেন্দ্র করে যুবরাজ মোহাম্মদ বিন সালমান জাপান সফর স্থগিত করেছেন। জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, জ্বর ও অস্থিসন্ধিতে ব্যথার কারণে আল সালাম প্রাসাদের ক্লিনিকে বাদশাহ সালমানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

২০১৫ সালে সৌদি আরবের বাদশাহ হিসেবে দায়িত্ব নেন সালমান। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সর্বশেষ গত এপ্রিলে বাদশাহ সালমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আজ সোমবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জাপান সফরে যাওয়ার কথা ছিল। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ সফরসূচি নির্ধারণ করা হয়েছিল। সফরে জাপানের সম্রাট নারুহিতো এবং প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সৌদি যুবরাজের বৈঠক হওয়ার কথা ছিল।

টোকিওতে এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি বলেন, সৌদি আরব জাপান সরকারকে জানিয়েছে যে সৌদি বাদশাহর শারীরিক অবস্থার কারণে যুবরাজ মোহাম্মদের জাপান সফর স্থগিত করা হয়েছে। ২০ তারিখ থেকে এ সফর শুরু হওয়ার কথা ছিল।

জাপানে অবস্থিত সৌদি দূতাবাসের কাছে যুবরাজের সফর বাতিলের ব্যাপারে বক্তব্য জানতে চেয়েছিল রয়টার্স। তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন