[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মৃত্যুসনদ জাল করার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা

প্রকাশঃ
অ+ অ-

গ্রেপ্তারের পর চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: মৃত্যুসনদ জাল করার অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মিরপুর বিভাগের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল পাশা বাদী হয়ে আজ বৃহস্পতিবার মিরপুর মডেল থানায় মামলাটি করেন।

এ ছাড়া মানব পাচার ও অবৈধভাবে আটক রাখার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে আরও দুটি মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

জাল–জালিয়াতির অভিযোগে করা মামলায় মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলায় তাঁকে সাত দিন রিমান্ডে নিতে চায় পুলিশ। এ জন্য আবেদন জানিয়ে আজ তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে।

ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিল্টন সমাদ্দার তাঁর আশ্রমে মারা যাওয়া ব্যক্তিদের মৃত্যুসনদ জাল করতেন। এ ক্ষেত্রে তিনি চিকিৎসকের স্বাক্ষর ও সিল জাল করতেন। এ অভিযোগে তাঁর বিরুদ্ধে জাল-জালিয়াতির মামলা হয়েছে। এ ছাড়া মানব পাচার ও অবৈধভাবে আটক রাখার অভিযোগে আরও দুটি মামলা প্রক্রিয়াধীন।

মামলার অভিযোগে বলা হয়, মিল্টন সমাদ্দার কোনো নিবন্ধিত চিকিৎসক নন। তাঁর প্রতিষ্ঠানে কোনো নিবন্ধিত চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। তিনি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার সেবার নামে প্রতিষ্ঠান তৈরি করে প্রতারণামূলকভাবে অর্থ উপার্জন করেন। তিনি জাল-জালিয়াতির মাধ্যমে মৃত্যুসনদ বানাতেন। মিল্টন সমাদ্দার নিজেই মৃত সনদে চিকিৎসক সেজে স্বাক্ষর করতেন। মিল্টন সমাদ্দার ও তাঁর ব্যবস্থাপক কিশোর বালা মানবতার সেবার নামে অজ্ঞাতনামা শিশুসহ বয়স্ক লোকদের সঙ্গে প্রতারণা করতেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন