[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পররাষ্ট্রমন্ত্রীকে মিয়ানমারের রাষ্ট্রদূত: মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাত রোহিঙ্গা প্রত্যাবাসনে অন্তরায়

প্রকাশঃ
অ+ অ-
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দেখা করেন মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত অং কিও মো  | ছবি: পদ্মা ট্রিবিউন

কূটনৈতিক প্রতিবেদক: মিয়ানমারের অভ্যন্তরে সে দেশের সেনাবাহিনীর সঙ্গে বিবদমান গোষ্ঠীগুলোর চলমান সশস্ত্র সংঘাত রোহিঙ্গা প্রত্যাবাসনে অন্তরায় সৃষ্টি করেছে বলে মনে করেন ঢাকায় দেশটির বিদায়ী রাষ্ট্রদূত অং কিও মো। তবে রোহিঙ্গা সংকট সমাধানে তাঁর দেশ আরও সচেষ্ট হবে বলে উল্লেখ করেন তিনি।

আজ রোববার পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ী সাক্ষাতের সময় মিয়ানমারের রাষ্ট্রদূত এ কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ দুপুরে মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এ সময় হাছান মাহমুদ রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক অধিকারসহ মিয়ানমারে প্রত্যাবাসনই চলমান পরিস্থিতির একমাত্র সমাধান বলে উল্লেখ করেন। তিনি রাষ্ট্রদূতকে জানান, চলতি বছর উগান্ডায় দ্বিপক্ষীয় বৈঠকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবর্তন শুরু করতে চান বলেই মত প্রকাশ করেছেন। প্রত্যাবাসন প্রক্রিয়াটি অন্ততপক্ষে শুরু করার মধ্য দিয়ে মিয়ানমার তাদের সদিচ্ছার স্বাক্ষর রাখতে পারে।

রাষ্ট্রদূত অং কিও মো এ সময় মিয়ানমারের অভ্যন্তরে তাদের সেনাবাহিনী ও বিবদমান গোষ্ঠীগুলোর চলমান সশস্ত্র সংঘাতকে এ ক্ষেত্রে অন্তরায় হিসেবে উল্লেখ করেন। তবে তাঁর দেশ এ বিষয়ে আরও সচেষ্ট হবে বলেও আশ্বাস দেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট ছাড়া বাণিজ্য বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয়েও আলোচনা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন