[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সন্তানের অভিভাবকত্ব নেওয়ার গল্প বললেন পরীমনি

প্রকাশঃ
অ+ অ-

পরীমনি | ফেসবুক থেকে

বিনোদন প্রতিবেদক: চিত্রনায়িকা পরীমনির পুত্র সন্তান পুণ্য। এবার কন্যাসন্তানের অভিভাবকত্ব নিয়েছেন ঢাকাই ছবির এই অভিনেত্রী। ৩ মে রাতে প্রিয়মের জন্ম হয়েছে। জন্মের ঘণ্টা দুয়েক পর চিকিৎসকের হাত থেকে সরাসরি পরীমনির কোলে আসে বাচ্চাটি। 

এক দিন পরই সন্তানকে বাসায় নিয়ে আসেন এই অভিনেত্রী। প্রিয়মকে নিজের কাছে নিয়ে আসেন পরী। তিনি বলছেন, ‘এখন আমার এক ছেলে, এক মেয়ে। পিঠাপিঠি দুটি সন্তান। দুই ভাই-বোন তারা। মনেই হচ্ছে না ওকে আমি পেটে ধারণ করিনি। পুণ্যের মতো একই ফিলিংস ওকে ঘিরে। এখন থেকে আমার ঘরে সেভাবেই বড় হবে সে।’

কীভাবে, কোথা থেকে, কোন পরিস্থিতিতে কন্যাসন্তানের অভিভাবকত্ব নিলেন পরীমনি, জানতে চাইলে বিস্তারিত বলতে চাননি এই অভিনেত্রী। জানান, সব প্রশ্নের ওপরে তাঁর সন্তান, এটাই বড় কথা। কোনো প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই এখানে। তিনি বলেন, ‘ও আমার সন্তান। কীভাবে নিলাম, কেন নিলাম, কোথা থেকে নিলাম—এসব এখানে তুচ্ছ। আমি এখন ওর মা। এটাই এখন তার বড় পরিচয়।’

এই অভিনেত্রী বলেন, ‘এর জন্য আমার কোনো পূর্বপরিকল্পনা ছিল না। ভাবিওনি সন্তান দত্তক (অভিভাবকত্ব) নেব। আরেক সন্তানের মা হব। হুট করেই এটি হয়েছে গেছে। আমাকে সন্তানের দায়িত্ব নিতে হয়েছে। শোনেন, ওপরওয়ালা তো মানুষের ভাগ্যে কত কিছুই লিখে রাখেন, যা আপনি খণ্ডাতে পারবেন না। ওপরওয়ালা আমার জন্য লিখে রেখেছিলেন আরেকটি সন্তানের মা হব, আমি হয়েছি। আমার এই সন্তান ওপরওয়ালার পবিত্র দান। ওপরওয়ালা তাকে আমার কাছে পাঠিয়েছেন।’

পরীমনি আরও বলেন, ‘আমি খুবই আনন্দচিত্তে, খুশি মনে প্রিয়মকে গ্রহণ করেছি। আমি কখনোই ভাবতে চাই না, ওকে আমি পেটে ধারণ করিনি। আমার পুণ্য ছেলেসন্তান, প্রিয়ম মেয়েসন্তান। পুণ্য হওয়ার সঙ্গে সঙ্গে আমার ভেতরে যেমন অনুভূতি কাজ করেছে, ওর জন্য একই অনুভূতি কাজ করেছে, করছে।’
পরীমনি বলেন, ‘দত্তক নিতে একটা আনুষ্ঠানিকতা আছে, নিয়ম আছে। সব নিয়মকানুন মেনেই আমি সন্তানকে গ্রহণ করেছি।’ 

রোববার বাচ্চার বয়স হলো আট দিন। পরী জানান, ও সুস্থ আছে। চিকিৎসকের তত্ত্বাবধানে আছে। পরীমনি বলেন, ‘দেখতে অনেক মিষ্টি। ওকে দেখলে বোঝার উপায় নাই যে সে আমার পেটের সন্তান নয়। খুবই শান্ত। ওভাবে কান্নাকাটি করে না। আমার দিকে কী সুন্দর করে তাকিয়ে থাকে। পুণ্য এখনই খেলা শুরু করেছে তার সঙ্গে। মনে হচ্ছে, পুণ্যও অনেক খুশি ওকে পেয়ে।’

পরীমনি বলেন, ‘আমার জীবনটা আরও সুন্দর হলো। জীবনটা কানায় কানায় পূর্ণ হলো। দুনিয়াটা আরও বড় হলো। দায়িত্বও বেড়ে গেল।’

এদিকে পরীমনি জানালেন, চলতি মাসের ২০ তারিখের পর বাচ্চার আকিকা দেবেন। বলেন, ‘আরও আগেই আকিকা অনুষ্ঠান করতাম। ছোটখাটো অনুষ্ঠান করে এটি করব। এর জন্য একটু সময়ও লাগবে। সোমবার থেকে আমার “রঙিলা কিতাব” ওয়েব সিরিজের শুটিং শুরু হবে খাগড়াছড়িতে। শুটিংয়ের ফাঁকে তিন-চার দিনের বিরতি আছে। আশা করছি ওই সময়ে ঢাকায় ফিরে আকিকা অনুষ্ঠানটি করে ফেলব।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন