[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এখন মাইজিপি অ্যাপেই খোলা যাচ্ছে বিকাশ অ্যাকাউন্ট

প্রকাশঃ
অ+ অ-

মাইজিপি অ্যাপ থেকেই বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারছেন গ্রামীণফোনের গ্রাহকেরা | ছবি: বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি: গ্রামীণফোন গ্রাহকেরা এখন মাইজিপি অ্যাপ থেকেই সহজে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারছেন। এ লক্ষ্যে দেশের স্মার্ট কানেক্টিভিটি প্রোভাইডার গ্রামীণফোন পার্টনারশিপ করেছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহজেই অ্যাকাউন্ট খোলার এই সুবিধা গ্রাহককে আরও সক্ষমতা এবং নির্বিঘ্নে সেবা গ্রহণের অভিজ্ঞতা দেবে। বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের একটি সেবা নিয়ে আসার মাধ্যমে গ্রামীণফোন ও বিকাশ নিজ নিজ খাতে তাদের প্রযুক্তিগত উৎকর্ষের প্রমাণ রাখল।

মাইজিপি অ্যাপের ‘সার্ভিস’ সেকশনে এখন থেকে ‘বিকাশ রেজিস্ট্রেশন’ পেজ নামে একটি ডেডিকেটেড আইকন থাকবে, যেখানে গ্রাহকেরা মাত্র এক ক্লিকেই বিকাশের গ্রাহক নিবন্ধন–প্রক্রিয়া শুরু করতে পারবেন। কিছু ভেরিফিকেশন ও সম্মতির পর গ্রাহকের জন্য বিকাশ নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপগুলো অনুসরণ করে ই-কেওয়াইসি (ইলেকট্রনিক নো ইয়োর কাস্টমার) প্রক্রিয়াটি পূরণ করতে হবে। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীরা এই সুবিধা উপভোগ করতে পারবেন। মাইজিপি অ্যাপে বিকাশ অ্যাকাউন্ট খোলার মাধ্যমে নতুন গ্রাহকেরা ১২৫ টাকা পর্যন্ত বোনাস পাবেন।

এই পার্টনারশিপ প্রসঙ্গে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘বিকাশের সঙ্গে আমাদের এই যৌথ যাত্রা গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন, যা আমাদের সমন্বিত প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অভিযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল সক্ষমতার আরও প্রসার ঘটাবে।’

বিকাশের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, ‘গ্রামীণফোন ও বিকাশের এই যৌথ উদ্ভাবনী উদ্যোগ বিভিন্ন আর্থিক সেবার ব্যবহার বাড়িয়ে ডিজিটাল ইকোসিস্টেমকে আরও সমৃদ্ধ করবে। পাশাপাশি বাংলাদেশের ক্যাশলেস অভিযাত্রায় এই সক্ষমতা গ্রাহকের জন্য আরও সুযোগ এনে দেবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন