[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ব্রিজের নিচে পানিতে ভাসছিল যুবকের লাশ

প্রকাশঃ
অ+ অ-

লাশ | প্রতীকী ছবি

প্রতিনিধি  নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় ক্ষুদ্র-নৃগোষ্ঠী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার সরাইগাছি-আড্ডা সড়কের খাতিরপুর ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মনসা মন্ডল (৩৫)। তিনি নিয়ামতপুর উপজেলার সিনুয়া গ্রামের খোকা মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয় লোকজন ও পথচারীরা খাতিরপুর ব্রিজের নিচে পানিতে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পানি থেকে লাশটি উদ্ধার করে এবং তাঁর পরিচয় নিশ্চিত করেন।

পোরশা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এসআই আরও বলেন, নিহতের পরিবার জানিয়েছে মনসা মন্ডল মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং নিয়মিত মাদকসেবন করতেন। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে নেশারত অবস্থায় পানিতে পড়ে তিনি মারা গেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন