[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দরজা ভেঙে রুয়েট ছাত্রের ‘ঝুলন্ত’ লাশ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-

সৌভিক মল্লিক | ছবি: সংগৃহীত

প্রতিনিধি রাজশাহী: রাজশাহী নগরের একটি বাসা থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর ‘ঝুলন্ত’ লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে নগরের সাধুর মোড় এলাকার ওই বাসার দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

ওই শিক্ষার্থীর নাম সৌভিক মল্লিক (২১)। সৌভিক রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি মাগুরার শালিখা থানার রামকান্তপুর গ্রামে। তাঁর বাবার নাম সমির কুমার মল্লিক।

রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক কামরুজ্জামান রিপন জানান, সৌভিক নগরের সাধুর মোড় এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। সকাল ১০টায় তাঁর রুমমেট ক্লাসে যাওয়ার জন্য ডাকলে তিনি পরে যেতে চান। বেলা একটার দিকে রুমমেট বাসায় ফিরে দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান। ডাকাডাকি করলে সাড়া না পেয়ে বাড়িওয়ালাকে ডাক দেন। বাড়িওয়ালা এসে দরজা ধাক্কাধাক্কি করেও কোনো সাড়া পাননি।

অধ্যাপক কামরুজ্জামান বলেন, বেলা তিনটার দিকে দরজা ভেঙে দেখেন, ফ্যানের সঙ্গে সৌভিক মল্লিকের লাশ ঝুলছে। খবর পেয়ে পুলিশ সৌভিককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রুমমেটের বরাত দিয়ে তিনি বলেন, কয়েক দিন ধরে সৌভিক মানসিক অবসাদে ভুগছিলেন। কী কারণে অবসাদে ভুগছিলেন, তা রুমমেট জানেন না।

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, সৌভিকের লাশ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তাঁর অভিভাবককে খবর দেওয়া হয়েছে। তাঁরা মাগুরা থেকে রাজশাহী আসার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন