ঈশ্বরদীতে ইটভাটায় অভিযান: ২টি ভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা
প্রকাশঃ
![]() |
ঈশ্বরদীতে অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়েছে। রোববার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে দুইটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খানের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন র্যাব-১২।
ইটভাটাগুলো হলো- এমবিবি ও এ ব্রিকস।
শাহাদাত হোসেন খানে জানান, ইটভাটাগুলো পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ছাড়াই পরিচালনা করা হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)–এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ইটভাটাগুলোর মালিককে তাৎক্ষণিকভাবে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় ইটভাটাগুলোর সব কর্মকাণ্ড বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
একটি মন্তব্য পোস্ট করুন