[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সোনার দাম ভরিতে বেড়েছে ৪,৫০২ টাকা

প্রকাশঃ
অ+ অ-

সোনা | ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বাজারে সোনার দাম আবার বেড়েছে। আজ মঙ্গলবার সোনার দাম প্রতি ভরি সর্বোচ্চ ৪ হাজার ৫০২ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। তাতে হলমার্ক করা ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হবে ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা। নতুন দাম আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার মূল্যবৃদ্ধির বিষয়টি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। তাই সমিতির মূল্য তদারকি কমিটির এক সভায় সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে।

নতুন দর অনুযায়ী, হলমার্ক করা প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ১০ হাজার ২০২ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেট মানের সোনা ৯৪ হাজার ৪৫৫ টাকা এবং সনাতন–পদ্ধতির সোনার দাম বেড়ে হবে ৭৮ হাজার ৯১ টাকা।

আজ মঙ্গলবার পর্যন্ত দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫ হাজার ৮৯৮ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ৯০ হাজার ৭৬৯ টাকা ও সনাতন–পদ্ধতির সোনার দাম ছিল ৭৫ হাজার ৪৮৯ টাকা। সে হিসাবে মূল্য সমন্বয়ের কারণে প্রতি ভরি ২২ ক্যারেটে ৪ হাজার ৫০২ টাকা, ২১ ক্যারেটে ৪ হাজার ৩০৪ টাকা, ১৮ ক্যারেটে ৩ হাজার ৬৮৬ টাকা এবং সনাতন–পদ্ধতির সোনায় ২ হাজার ৬০২ টাকা দাম বেড়েছে।

গত ২১ এপ্রিল দেশে সোনার মূল্য বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ দামে পৌঁছায়। তখন প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন