[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সোনার দাম ভরিতে বেড়েছে ১,৮৩২ টাকা

প্রকাশঃ
অ+ অ-

সোনা | ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বাজারে সোনার আরেক দফা বাড়ল।  শনিবার সোনার দাম প্রতি ভরি সর্বোচ্চ ১ হাজার ৮৩২ টাকা বাড়ানোর ঘোষণা এসেছে। তাতে হলমার্ক করা ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হবে ১ লাখ ১৭ হাজার ২৮২ টাকা। নতুন দাম আজ রোববার থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার মূল্যবৃদ্ধির বিষয়টি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। তাই সমিতির মূল্য তদারকি কমিটির এক সভায় সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে।

নতুন দর অনুযায়ী, আগামীকাল থেকে হলমার্ক করা প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ১১ হাজার ৯৫১ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেট মানের সোনা ৯৫ হাজার ৯৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হবে ৭৯ হাজার ৩৩৯ টাকা।

আজ পর্যন্ত দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ১০ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ৯৪ হাজার ৪৫৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ৭৮ হাজার ৯১ টাকা। সে হিসাবে মূল্য সমন্বয়ের কারণে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ১ হাজার ৮৩২ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৭৪৯ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৫০৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ২৪৮ টাকা দাম বেড়েছে।

গত ২১ এপ্রিল দেশে সোনার মূল্য বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ দামে পৌঁছায়। তখন প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন