[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শেরপুরে মনোনয়নপত্র জমা দিলেন সংসদ সদস্যের স্ত্রী

প্রকাশঃ
অ+ অ-

শিল্পী বেগম | ছবি: সংগৃহীত

প্রতিনিধি শেরপুর: বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সংসদ সদস্য মজিবর রহমানের স্ত্রী শিল্পী বেগম। চতুর্থ ধাপের এই নির্বাচনে গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

শিল্পী বেগম বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি শেরপুর পৌরসভার তিন নম্বর সংরক্ষিত মহিলা সাবেক কাউন্সিলর।

শিল্পী বেগম ছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরও চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন ফাতেমা খাতুন, ফিরোজা খাতুন, মর্জিনা বিবি ও শিখা খাতুন। এ  ছাড়া চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন চারজন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছয়জন। তাঁরা সবাই স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর শিল্পী বেগম বলেন, তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেবেন, বিষয়টি আওয়ামী লীগের সবাই জানেন। সংসদ সদস্যের স্বজনদের এই নির্বাচনে অংশগ্রহণে বিরত থাকার দলীয় নির্দেশনার বিষয়ে তিনি বলেন, ‘মহিলা ভাইস চেয়ারম্যানের পদটি ছোট। এ ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে।’

এ বিষয়ে শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক বলেন, তিনি মুঠোফোনে শুনেছেন শিল্পী বেগম মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয়ভাবে নির্দেশ রয়েছে, কোনো এমপি–মন্ত্রীর আত্মীয়রা এই নির্বাচনে অংশ নিতে পারবেন না। শিল্পী বেগমের প্রার্থিতার বিষয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপের নির্বাচনে ১২ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৩-১৫ মে আপিল, ১৯ মে প্রার্থিতা প্রত্যাহার ও ২০ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ হবে ৫ জুন।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন