[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে চেয়ারম্যান প্রার্থী মিন্টুর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ!

প্রকাশঃ
অ+ অ-

আবুল কালাম আজাদ মিন্টু | ছবি: সংগৃহীত

প্রতিনিধি পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছেন চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টু, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছেন আরেক চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদার।

শুক্রবার দুপুরে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদার।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলা সদরের কাচারীপাড়া রেঁনেসা ক্লাবের পাশে শ্রী শ্রী হরে কৃষ্ণ মন্দিরে খাওয়া-দাওয়ার (ভোগ বিতরণ) অনুষ্ঠান চলছিল। দুপুরে ২টার দিকে এটি চলাকালীন উপস্থিত হন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টু। সেখানে তিনি নির্বাচনী প্রচার-প্রচারণা চালান এবং সবার কাছে ভোট প্রার্থনা করেন। যা উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন।

বিষয়টি নিয়ে এমদাদুল হক রানা সরদার বলেন, আমার কাছে ভোট চাওয়ার প্রমাণ আছে। আমি প্রমাণ সহকারে নির্বাচন অফিসে অভিযোগ করেছি।

এ ব্যাপারে আবুল কালাম আজাদ মিন্টু বলেন, মন্দিরের পাশেই আমার একটি ক্লাব আছে সেখানেই ছিলাম। ক্লাব সংলগ্ন হওয়ায় সেখানে গিয়েছিলাম কিন্তু কোনো ভোট চাইনি। আমার বিরুদ্ধে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা হচ্ছে।

জানতে চাইলে আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। 

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারকেও কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। 

নোটিশে বলা হয়, গত ১৩ মে সকালে তাকে আনারস প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এই নির্বাচনে অন্য প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টু ১৪ মে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে এমদাদুল হক রানা সরদারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

তার দাখিলকৃত অভিযোগপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা যায় যে, ১৩ মে আনারস প্রতীকের সমর্থনে শোডাউন ও মিছিল করা হয়েছে। যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা সুষ্ঠু লঙ্ঘনের শামিল।

নির্বাচন বিধিমালা, ২০১৬ এর ১১ (২) ও ১৩ (ক) ধারা লঙ্ঘনের অভিযোগে এমদাদুল হক রানা সরদারকে আগামী তিন দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে বলে ওই নোটিশে উল্লেখ করা হয়।

ঈশ্বরদীতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

বিস্তারিত পড়ুন

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন