[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শপথ নিলেন নবনির্বাচিত দুই সিটির মেয়র

প্রকাশঃ
অ+ অ-

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বৃহস্পতিবার সকালে শপথ নেন তাহসীন বাহার সূচনা ও ইকরামুল হক টিটু | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র হিসেবে তাহসীন বাহার সূচনা এবং ময়মনসিংহ সিটির মেয়র হিসেবে ইকরামুল হক টিটু বৃহস্পতিবার শপথ নিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সকালে দুজনকে শপথবাক্য পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাছাকাছি সময়ে শপথ নেন ময়মনসিংহ সিটির নির্বাচিত কাউন্সিলর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানরা।

গত ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশনে নির্বাচন এবং কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচন হয়।

কুমিল্লায় মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা ৪৮ হাজার ৮৯০ ভোট পেয়ে জয়ী হন। অন্যদিকে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু বিজয়ী হন ১ লাখ ৩৫ হাজার ৯৫৯ ভোট পেয়ে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন