[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাইডেনের বিতর্কের চ্যালেঞ্জ গ্রহণ করলেন ট্রাম্প

প্রকাশঃ
অ+ অ-

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প | ছবি: রয়টার্স

পদ্মা ট্রিবিউন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্ক করতে প্রস্তুত।

গতকাল শুক্রবার বাইডেনের এ প্রস্তাব পাওয়ার পর সঙ্গে সঙ্গে তাতে রাজি হওয়ার কথা জানিয়েছেন একাধিক ফৌজদারি মামলায় ঝুলতে থাকা ট্রাম্প।

কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের মধ্যে বিতর্ককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।

এ বিতর্কের মধ্য দিয়ে প্রার্থীদের প্রতি ভোটারদের ধারণা তৈরি হয়। এসব বিতর্কে প্রার্থীরা পরস্পরকে বিভিন্ন নীতি নিয়ে আক্রমণ করার সুযোগ পান।

বেশ দীর্ঘ সময় ধরেই বাইডেনের পক্ষ থেকে ট্রাম্পের সঙ্গে বিতর্কের বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছিল। দর্শকদের সামনে প্রথিতযশা কোনো সাংবাদিক মডারেট হিসেবে এ বিতর্ক পরিচালনা করেন।

শুক্রবার বাইডেন রেডিও অনুষ্ঠান পরিচালনাকারী হাওয়ার্ড স্টার্নকে বলেন, ‘আমি তাঁর সঙ্গে বিতর্ক করতে পারলে খুশি হব। কবে বা কখন, তা জানি না।’ এ কথা বলার পরই ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, জো বাইডেনের সঙ্গে যেকোনো সময়, যেকোনো স্থানে তিনি বিতর্কে প্রস্তুত।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন