[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

যুক্তরাজ্যে উৎসাহ উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন

প্রকাশঃ
অ+ অ-

ইস্ট লন্ডন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা। যুক্তরাজ্য, ১০ এপ্রিল | ছবি: সংগৃহীত

সাইদুল ইসলাম, লন্ডন: এক মাস রোজা রাখার পর স্থানীয় সময়  বুধবার যুক্তরাজ্য জুড়ে পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামায়াত।

ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। পৃথক বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও লেবার পার্টির প্রধান কেয়ার স্টারমারও।

লন্ডনের সবচেয়ে বড় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদে। এখানে সকাল ৭ থেকে শুরু হয়ে এক ঘণ্টা পর পর ৬ টি জামায়াত অনুষ্ঠিত হয়। বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের ইস্ট লন্ডন মসজিদ ও ব্রিকলেন মসজিদেও চারটি করে ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

ঠান্ডা আবহাওয়ার কারণে লন্ডনের মাইল এন্ড স্টেডিয়াম ও ভ্যালেন্টাইন পার্কে খোলা মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠিত না হলেও যুক্তরাজ্যের অন্যান্য শহরে খোলা মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। লন্ডন ছাড়াও বাংলাদেশি অধ্যুষিত অন্যান্য যুক্তরাজ্যের অন্যান্য শহর লোটন, বার্মিংহাম, ওল্ডহাম, ম্যানচেস্টার, সান্ডারল্যান্ড, ব্রাডফোর্ড, নিউক্যাসল, কার্ডিফ, গ্লাসগো ও এডিনবরায় প্রত্যেকটি ঈদের জামায়াতে বিপুলসংখ্যক মানুষ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ঈদ উদ্‌যাপন করছেন। বিভিন্ন জায়গায় ঈদ জামায়াতে মুসল্লিদের জন্য নানা পদের বিনা মূল্যের খাবার ও শিশুদের জন্য ছিল বিনোদনের ব্যবস্থা।

এক ভিডিও বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, ‘যুক্তরাজ্যের সব মুসলমানদের প্রতি ঈদ মোবারক! দীর্ঘ এক মাস রোজা রাখার পর ঈদ সবার জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। আমি জানি এই বছর সবাই বিশেষ করে ফিলিস্তিনের গাজার জন্য চিন্তা করছেন। সেখানকার রক্তপাত ও দুর্ভোগ অসহনীয়। আমি আপনাদের জানাতে চাই যে, এই সংঘাতের অবসান ঘটাতে আমরা যা করতে পারি, তা করছি। জিম্মিদের মুক্তি, গাজার বেসামরিক নাগরিকদের জীবন রক্ষাকারী খাদ্য আশ্রয় ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করার চেষ্টা করছি।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন