[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নিরাপদে বাড়ি গিয়ে যাত্রীদের ঈদ করার প্রস্তুতি নেওয়া হয়েছে: রেলমন্ত্রী

প্রকাশঃ
অ+ অ-

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি গিয়ে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করতে পারেন, সে জন্য রেল কর্তৃপক্ষ ও রেল মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। ঈদে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

আজ বুধবার দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী আরও বলেন, যাঁরা অনলাইন টিকিট পাবেন না, তাঁরা যাতে দাঁড়িয়ে যেতে পারেন, সে জন্য আলাদা টিকিটের ব্যবস্থা করা হয়েছে। অনলাইনের টিকিট যাতে কালোবাজারে যেতে না পারে, সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

যাত্রীদের ঈদযাত্রার প্রস্তুতি নির্বিঘ্ন করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘র‍্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সহযোগিতা করছে। আমরা চেষ্টার ত্রুটি করিনি। সাধ্যের মধ্যে সার্বিক প্রস্তুতি নিয়েছি।’

এ সময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জিল্লুল হাকিম বলেন, ‘যাত্রী পরিবহনে সক্ষমতা বাড়ানোর জন্য বগি আমদানি করছি। ইঞ্জিন আমদানির ব্যবস্থা নিয়েছি। আজ ২০০ বগি আমদানির অনুমোদন পেয়েছি। আশা করছি, এক বছরের মধ্যে ৭০০-৮০০ বগি, ইঞ্জিন আমদানি করে রেলে যাত্রী নেওয়ার ক্ষমতা অনেক বাড়াতে পারব।’

ঈদযাত্রায় আসন না পেয়ে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে করে অনেকের ঘরে ফেরার চেষ্টার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রেলমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আমাদের নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া আছে। আমাদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী যাঁরা আছেন, কেউ যাতে ছাদে ভ্রমণ করতে না পারেন, সেদিকে খেয়াল রাখবেন।’

রেলের কেনাকাটা ও দুর্নীতি বন্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে—এক সাংবাদিকের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘আমরাও চাই না আমাদের রেলে দুর্নীতি থাকুক। রেল অনেক ছোট জায়গা। সে ক্ষেত্রে অনেক বড় জায়গায়, নামীদামি জায়গায়, ক্রয়ের ক্ষেত্রে কিছুটা অনিয়ম থাকে। তারপরও আমরা সব ক্ষেত্রেই দুর্নীতির মূলোৎপাটনে চেষ্টা করছি।’

এদিকে ঈদযাত্রায় রেলের সূচিতে বিপর্যয় রোধে বিভিন্ন পয়েন্টে কর্মীরা থাকবেন এবং টেকনিক্যাল সমস্যা হলে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে বলে জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন