[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নিজেকে দেখে নিজেই মুগ্ধ পরীমনি...

প্রকাশঃ
অ+ অ-

এ ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন পরীমনি

বিনোদন ডেস্ক: সিনেমার গল্পকেও হার মানায় ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনির জীবনকথা। সম্পর্ক, বিয়ে, সন্তান, বিচ্ছেদ, মাদককাণ্ড, মামলা-মোকদ্দমা, জেলবাস—সবকিছু নিয়েই থাকেন আলোচনা-সমালোচনায়। সম্প্রতি আবারও আলোচনায় পরী। সিনেমা নয়, এবার মাদককাণ্ড নিয়েই বেশি চর্চিত হচ্ছেন নায়িকা। বছরখানেক আগে বোট ক্লাবে মাদককাণ্ড ও মারামারিতে জড়ানোর অভিযোগ আমলে নিয়েছেন আদালত।

তবে সব পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নেওয়ার অদ্ভুত ক্ষমতা আছে পরীর, যা তাঁর নিত্যদিনের কাজ-কথাবার্তা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম দেখলেই বোঝা যায়।

পরীমনি থামতে চান না​, ছেলে পুণ্যকে নিয়েই এগিয়ে যেতে চান। অভিনেত্রীর জীবনের বড় শক্তি তাঁর সন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, ছেলেকে নিয়েই পরীর সংসার-ভালোবাসা। তবে নিজের শক্তির প্রতিও দারুণ আত্মবিশ্বাস নায়িকার।

শাবনূর ও পরীমনি |পরীমনির ফেসবুক পেজ থেকে

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমেও তেমনটাই জানান দিয়েছেন পরী। ফেসবুকে নিজের স্থিরচিত্র প্রকাশ করে জানিয়েছেন নিজের প্রতি মুগ্ধতার কথা। ক্যাপশনে লিখেছেন, ‘এমন মুগ্ধ হয়ে এর আগে নিজেকে চেয়ে দেখিনি কখনো। এখন দেখি। প্রাণভরে নিজেকে দেখি। আর সাহস করে নিজেকে নিজের ভালোবাসার কথা জানান দিই। নিজেকে ভালোবাসার মতো প্রেম যে দ্বিতীয়টি আর নেই।’

পরীর ছবিতে মুগ্ধতার কথা জানিয়েছেন ভক্ত থেকে শুরু করে সহশিল্পীরাও। সব বিতর্ক ছাপিয়ে নিজেকে ও সন্তানকে নিয়েই থাকছেন পরী। এফডিসির নির্বাচনেও দেখা গিয়েছে তাঁকে। সহশিল্পীদের সঙ্গে বেশ হাস্যোজ্জ্বল ছবিও তুলেছেন। বর্তমানে কলকাতায় অভিষেক সিনেমা ‘ফেলুবক্সী’র শুটিংয়ে ব্যস্ত পরী। ছবিতে পরীর চরিত্র লাবণ্য। তাঁর বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। পাশাপাশি আছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকারও।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন