[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কংগ্রেসের ইশতেহারে মুসলিম লিগের ছাপ আছে: মোদি

প্রকাশঃ
অ+ অ-

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | ফাইল ছবি: এএনআই

পদ্মা ট্রিবিউন ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচন সামনে রেখে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের ইশতেহারের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল শনিবার রাজস্থানের পুষ্করে এক সমাবেশে মোদি বলেন, কংগ্রেসের ইশতেহার মিথ্যার ফুলঝুড়ি। এর প্রতিটি পৃষ্ঠায় ‘জাতিকে টুকরা টুকরা করার’ অভিপ্রায় স্পষ্ট হয়েছে।

সমাবেশে শ্রোতাদের সতর্ক করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের ইশতেহার মুসলিম লিগের একটি শক্তিশালী ছাপ বহন করে। আবার এর কিছু অংশ বামপন্থীদের দ্বারা প্রভাবিত।

মোদি আরও বলেন, কংগ্রেসের ইশতেহারে এমন সব কাজকর্মের প্রতিফলন রয়েছে, যা স্বাধীনতা সংগ্রামকালে মুসলিম লিগের আচরণের মতো।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস জাতির ওপর মুসলিম লিগের আদর্শ চাপিয়ে দিচ্ছে। দলটির ইশতেহার দেশকে এক শতাব্দী পিছিয়ে দেওয়ার অ্যাজেন্ডা ছাড়া আর কিছুই নয়।

এর আগে উত্তর প্রদেশের সাহারানপুরে মোদি বলেন, মহাত্মা গান্ধীসহ অন্যদের যে কংগ্রেস, যেটি স্বাধীনতার জন্য লড়াই করেছিল, তা কয়েক দশক আগেই শেষ হয়ে গেছে। আজকের কংগ্রেসের দেশ গড়ার নীতি বা দৃষ্টিভঙ্গি কোনোটিই নেই।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন