[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈদে ট্রেনের টিকিট নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ নেই: রেলমন্ত্রী

প্রকাশঃ
অ+ অ-

রাজবাড়ীতে প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজবাড়ী: এবারের ঈদে ট্রেনের টিকিট নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ নেই বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম। তিনি বলেছেন, ‘এবারের ঈদে ট্রেনের যাত্রীদের যাতায়াতের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে এর চেয়ে ভালো ব্যবস্থা হতে পারে না। এখন ট্রেনের টিকিটের কালোবাজারি নেই। ট্রেনের টিকিট নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ নেই। তাঁরা নির্বিঘ্নে ট্রেনে চলাচল করতে পারছেন।’

আজ শুক্রবার দুপুরে রাজবাড়ীতে প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এসব কথা বলেন। ল্যাপটপ বিতরণ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় বিশেষ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ, পুলিশ সুপার জে এম আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার ৭৫ নারীকে একটি করে ল্যাপটপ দেওয়া হয়।

রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরে রেলপথ চালু হলেও রাজবাড়ী হয়ে ঢাকাগামী বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন প্রত্যাহার করা হবে না। এই দুটি ট্রেন এ পথ দিয়ে যাতায়াত করবে। এ ছাড়া গোয়ালন্দ ঘাট-পার্বতীপুরে একটি নতুন আন্তনগর ট্রেন চালু করা হবে।

ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুদ্ধির সক্ষমতা থেকে আমরা অনেক পিছিয়ে আছি। এ কারণে আমরা প্রধানমন্ত্রীর গ্রহণ করা অনেক ভালো কাজ বুঝতে পারি না। শেখ হাসিনা যেটি চিন্তা করেন, যা করতে চান, তা সাধারণ মানুষের কল্যাণের জন্য করেন। বিশেষ করে মানুষ যাতে স্বাবলম্বী হতে পারেন, নারীরা স্বাবলম্বী হয়ে কর্মক্ষেত্রে সফল হতে পারেন, এটি প্রধানমন্ত্রীর উদ্দেশ্য। সেই উদ্দেশ্যেই আজ নারীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হলো।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন